সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করায় রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
শেখ হাসিনার রায়ের আগে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ সুপ্রিম কোর্টের