চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব অভিযোগ করেছেন যে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভকে আটক করার ঘটনায় প্রথম আলো ও সমকালসহ কয়েকটি সংবাদমাধ্যম একপেশে সংবাদ প্রকাশ করেছে। সোমবার চাকসু কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনাটিকে ‘মব’ ও ‘হেনস্তা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যদিও উপস্থিত সাংবাদিকদের ধারণকৃত ভিডিও ফুটেজে কোনো শারীরিক নির্যাতন বা সহিংসতা দেখা যায়নি। তিনি জানান, রোমান শুভ পালিয়ে যেতে চাইলে চাকসু নেতারা তাকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
সাঈদ বিন হাবিব আরও বলেন, চাকসুর নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সাইবার বুলিং, চরিত্রহনন ও হত্যার হুমকি চালানো হচ্ছে। বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে অশ্লীল ও নারী-বিদ্বেষী ভাষায় আক্রমণ করা হচ্ছে, যা মানহানির পাশাপাশি শারীরিক ক্ষতির ইঙ্গিত বহন করছে। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনের উচিত জনস্বার্থে প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করা।
চাকসুর মতে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হলে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং চলমান বিতর্কের অবসান ঘটবে।
চাকসুর অভিযোগ, চবি শিক্ষক আটক ঘটনায় সংবাদমাধ্যমের একপেশে প্রতিবেদন