Web Analytics

সরকারি কৃষি প্রণোদনার তালিকায় নিজের পছন্দের ব্যক্তিদের নাম না থাকায় কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে শেরপুরের নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার দুপুরে রাহাত ও তার সহযোগী ফজলু উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদীর কার্যালয়ে ঢুকে তাকে মারধর ও হেনস্তা করেন। কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনাটি ধরা পড়ে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এতে রাহাত হাসানকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে নকলা থানায় কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় নিয়মিত মামলা হয়েছে এবং রাহাত ও ফজলুকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। ঘটনাটি সরকারি দপ্তরে রাজনৈতিক প্রভাব ও সহিংসতার এক উদ্বেগজনক দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে।

06 Nov 25 1NOJOR.COM

শেরপুরে অফিসে কৃষি কর্মকর্তাকে মারধরের সময় সিসিটিভিতে ধরা পড়া বহিষ্কৃত ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম

Person of Interest

logo
No data found yet!