রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল আবারও বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল এবং প্রায় ১২ ঘণ্টা চালু থাকার পর ফের বন্ধ করা হয়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এবং রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ে। এতে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, ট্রাক ও প্রাইভেটকারের দীর্ঘ সারি তৈরি হয়েছে। কুয়াশা কমে গেলে পরিস্থিতি পর্যালোচনা করে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।
ঘন কুয়াশায় শনিবার রাতে দৌলতদিয়া–পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ