জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরাইলকে সতর্ক করেছেন যে, ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ বাতিল না করলে দেশটিকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নেওয়া হতে পারে। ৮ জানুয়ারি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাঠানো এক চিঠিতে তিনি আইন বাতিল, জব্দ করা সম্পদ ফেরত এবং সংস্থার কার্যক্রম পুনরায় চালুর আহ্বান জানান।
ইসরাইলের পার্লামেন্ট ২০২৪ সালের অক্টোবরে ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করে আইন পাস করে এবং কর্মকর্তাদের সংস্থাটির সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করে। পরবর্তীতে আইন সংশোধন করে ইউএনআরডব্লিউএর কেন্দ্রগুলোতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করা হয়। ইসরাইলি কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমে সংস্থাটির অফিসও জব্দ করে, যা জাতিসংঘ দখলকৃত এলাকা হিসেবে বিবেচনা করে, যদিও ইসরাইল পুরো জেরুজালেমকে নিজের অংশ বলে দাবি করে।
জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন গুতেরেসের চিঠি প্রত্যাখ্যান করে বলেন, ইসরাইল হুমকিতে ভীত নয় এবং ইউএনআরডব্লিউএর কর্মীদের সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ মোকাবিলা করা উচিত। জাতিসংঘ কর্মকর্তারা ইউএনআরডব্লিউএকে গাজায় মানবিক সহায়তার মূল ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন।
ইউএনআরডব্লিউএর ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইসরাইলকে আইসিজেতে নেওয়ার হুঁশিয়ারি গুতেরেসের