Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিরক্ষা খাতে রূপান্তরমূলক পদক্ষেপ নিচ্ছে আঙ্কারা। নববর্ষের প্রাক্কালে রাজধানী আঙ্কারার পোলাটলি জেলার আর্টিলারি ও মিসাইল স্কুল কমান্ডে জড়ো হওয়া সেনাদের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন। এরদোয়ান বলেন, বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তুরস্ক জোরালো সংগ্রাম চালাচ্ছে।

তিনি জানান, তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের ‘ঘরে শান্তি, বিশ্বে শান্তি’ নীতির আলোকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ ঐক্য জোরদারের প্রচেষ্টার কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, দেশটি তার অঞ্চল ও এর বাইরেও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে। তিনি তুরস্কের সামরিক সক্ষমতার অগ্রগতি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে ট্যাংক, হাউইটজার, হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধজাহাজ, সাবমেরিন ও মানবহীন সমুদ্র যান।

এরদোয়ান বলেন, গুরুতর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তুরস্ক সাম্প্রতিক অর্জনগুলোকে স্থায়ী সাফল্যে রূপান্তরিত করতে ঐতিহাসিক সুযোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী তুরস্ক গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

01 Jan 26 1NOJOR.COM

আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় প্রতিরক্ষা খাতে অগ্রগতি অর্জনের কথা জানালেন এরদোয়ান

Person of Interest

logo
No data found yet!