Web Analytics

সৌদি আরব বাংলাদেশকে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেসব হজযাত্রীর বাড়িভাড়া এজেন্সি থেকে সম্পন্ন হবে না, তারা হজ পালন করতে পারবে না। এই নির্দেশনা ৩০টি লিড এজেন্সিকে পাঠানো এক চিঠিতে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আগামী ২৮ জানুয়ারির মধ্যে মক্কা-মদিনায় সব হজযাত্রীর বাড়িভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীরা হজ পালন করবেন। বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বারবার বাড়িভাড়া সম্পন্ন করার তাগাদা দিচ্ছে।

গত ২৩ জানুয়ারির এক জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য বাড়িভাড়া সম্পন্ন করার অগ্রগতি হতাশাজনক এবং নির্ধারিত সময়ের মধ্যে যাদের বাড়িভাড়া সম্পন্ন হবে না, তারা হজ পালন করতে পারবে না।

27 Jan 26 1NOJOR.COM

২৮ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের বাড়িভাড়া সম্পন্নের নির্দেশ সৌদি আরবের

Person of Interest

logo
No data found yet!