Web Analytics

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন আগামী রোববার (২১ ডিসেম্বর) সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানিয়েছে, একই দিনে বিকেল আড়াইটায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন সিইসি। সভায় নির্বাচন কমিশনার, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আলোচনায় ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থা, বাহিনী মোতায়েন ও আইনশৃঙ্খলা রক্ষার কৌশল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ায় নিরাপত্তা প্রস্তুতি এখন অগ্রাধিকার পাচ্ছে। বৈঠকের পর কমিশন থেকে নিরাপত্তা রূপরেখা ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।

Card image

Person of Interest

logo
No data found yet!