জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানিয়েছেন, তিনি দল থেকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছেন না। রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতে ইসলামীর এক সংবাদ সম্মেলন থেকে জানতে পারেন যে এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, যা গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের সময় দেওয়া বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি উল্লেখ করেন, তিন দলের একটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতিমধ্যে এনসিপির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেছে এবং আনুষ্ঠানিকভাবে না জানিয়ে আসন সমঝোতায় যাওয়ার কথাও জানিয়েছে।
সামান্তা শারমিন বলেন, এ ধরনের অবস্থান তৃতীয় শক্তি গঠনের উদ্যোগকে ব্যাহত করছে এবং এনসিপির মূলধারাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি জানান, কিছু ব্যক্তি আসনের বিনিময়ে দলের মূল আকাঙ্ক্ষা থেকে সরে গেলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই রয়েছে।
তিনি পুনরায় বলেন, এনসিপির সব আনুষ্ঠানিক বক্তব্যের সঙ্গে তিনি একমত এবং তাই পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছেন না।
জামায়াত জোট বিতর্কে পদত্যাগের কারণ দেখছেন না সামান্তা শারমিন