আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে। মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি তোলে। বক্তারা সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান, যাতে সব নাগরিকের নিরাপত্তা ও ভোটাধিকার সুনিশ্চিত হয়।
সংগঠনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী, শামসুল হুদা প্রমুখ বক্তারা বলেন, দূরবর্তী পাহাড়ি এলাকায় ভোটারদের জন্য ভোটকেন্দ্রের কাছে আবাসন ও খাবারের ব্যবস্থা করতে হবে এবং ভোটকেন্দ্রে যাতায়াতে হয়রানি বন্ধ করতে হবে। তারা পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন, পাহাড়ে সামরিক কর্তৃত্বের অবসান, স্থানীয় পরিষদগুলোর ক্ষমতায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, যোগাযোগব্যবস্থার দুর্বলতা ও প্রশাসনিক বিধিনিষেধের কারণে অনেক পাহাড়ি ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হন, যা গণতান্ত্রিক অন্তর্ভুক্তির পথে বড় বাধা হিসেবে রয়ে গেছে।
আদিবাসীদের ভোটাধিকার ও পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানালেন আন্দোলনকারীরা