সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবকদল নেতা শাহীন মিয়াকে (২৭) অপহরণ করে তুলে নির্যাতনের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সরল ও তার বাহিনীর বিরুদ্ধে। ভুক্তভোগী শাহীন জানান, ‘সাইনবোর্ড এলাকায় বাসের একটি চায়ের দোকান দেওয়ার চেষ্টা করছিলেন। যুবলীগ নেতা সরল বাহিনী তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দিলে তাকে সেখানে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকার করায় সরল এবং তার ভাই নিশাদ ও হেলালসহ ৪/৫ জন সাইনবোর্ড টিকিট কাউন্টার থেকে প্রকাশ্যে শাহীন মিয়াকে টেনে হেঁচড়ে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যান। পরে সে ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে ছাড়া পান। এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়া শাহীনের হাতে দেশীয় অস্ত্র দিয়ে ভিডিও করে ব্ল্যাকমেইল করবে বলেও হুমকি দেয়!
সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা