সোমবার রাতে কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী জানায়, কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পায় সাজ্জাদ। কারাগার থেকে বেরিয়েই আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে। সোমবার রাতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে চারটি রামদা, দুটি ছুরি, গ্রিল কাটার কাঁচি ও পাঁচটি সিজার জব্দ করা হয়। পরবর্তীতে সাজ্জাদকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পায় সাজ্জাদ।