রোববার সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এ ঘটনায় রাতভর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। হামলার অভিযোগে এখন পর্যন্ত সন্দেহভাজন ৫৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখনও অভিযান চলছে।
হাসনাতের ওপর হামলায় রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৫৪