ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার বাম কানের ওপর দিয়ে মাথায় প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে, ফলে মস্তিষ্কে ব্যাপক আঘাত ও ব্রেইন স্টেমে ক্ষতি হয়েছে। বর্তমানে তার খুলির একটি অংশ খোলা রেখে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে।
ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রাহান জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং মস্তিষ্কে চাপ ওঠানামা করছে। তাকে বাঁচিয়ে রাখতে ডিকম্প্রেশন ও ক্রেনিওটমি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়্যেদুর রহমান বলেন, হাসপাতালে আনার সময় তার জিসি স্কোর ছিল মাত্র ৩ এবং একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা তার জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হাদিকে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তার নিবিড় পর্যবেক্ষণ চলছে।