শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের চতুর্থ দিন ট্রাইব্যুনালে তিন চিকিৎসকের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ নিয়ে মামলাটির ৩৭ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। ধর্ষণের শিকার শিশুটির মা আয়েশা খাতুনের থানায় দায়েরকৃত মামলাটিতে ঘটনার সময় রাত ১টা ৩০ মিনিট উল্লেখ করা হলেও পুলিশের তদন্ত প্রতিবেদনে সকাল ৮টা ২০ মিনিট থেকে সাড়ে ৯টার কথা বলা হয়েছে। আইনজীবীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি কোনো মতামত দিতে রাজি হননি। তবে তিনি বলেন, আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে মামলাটির রায় ঘোষণা করা সম্ভব হবে। রায় ঘোষণা করা হলে তখন সবাই বিস্তারিত জানতে পারবেন।
আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা সম্ভব হবে: আইনজীবী