বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশে প্রচলিত ১ ও ২ টাকার কয়েন এখনও বৈধ মুদ্রা এবং তা লেনদেনে ব্যবহার না করা আইনবিরোধী। সম্প্রতি বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, অনেকে ছোট অঙ্কের ধাতব মুদ্রা গ্রহণে অনীহা প্রকাশ করছেন। বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ব্যাংকটি জানায়, বৈধ মুদ্রা লেনদেনে অস্বীকৃতি জানানো প্রচলিত আইনের পরিপন্থী। তাই নাগরিক, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে কাগজী নোটের পাশাপাশি ধাতব মুদ্রাও সমানভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। দেশের আর্থিক ব্যবস্থার সুষ্ঠু কার্যক্রম বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ব্যাংক।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।