বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম শাখার নেতারা সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘটা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে অবস্থার উন্নতি না হলে দুর্বার আন্দোলনের হুমকি দিয়েছে মিট দ্য প্রেস অনুষ্ঠানে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্রজনতা বাংলাদেশকে নতুন দিগন্তে এগিয়ে নিয়েছে উল্লেখ করে বলা হয়, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সংবিধান পুনর্গঠনে তাদের সংগঠন সরকারকে সহযোগিতা করবে। রাষ্ট্রের সার্বিক কল্যাণে পাশে থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।