৩০ জানুয়ারি কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, কিছু টেলিভিশন চ্যানেল আগে আওয়ামী লীগের পক্ষপাত করলেও এখন বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছে। তিনি সময় টিভি, একাত্তর টিভি ও ডিবিসির নাম উল্লেখ করে বলেন, এই চ্যানেলগুলো দীর্ঘ ১৭ বছর তারেক রহমানকে দেশদ্রোহী হিসেবে উপস্থাপন করেছে, অথচ এখন তার সঙ্গেই রয়েছে। তিনি ঘোষণা দেন, তাদের দল আবারও এই ‘দালাল মিডিয়া’র বিরুদ্ধে যুদ্ধ করবে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, একটি দল নারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও তাদের কর্মীরা নারীদের হুমকি দিচ্ছে এবং হিজাব খুলে নেওয়ার ঘটনা ঘটছে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি আহ্বান জানান, জনগণের আস্থা পুনরুদ্ধারে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে নিজেদের জনগণের বন্ধু হিসেবে প্রমাণ করতে।
সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
কুমিল্লা সমাবেশে ‘দালাল মিডিয়া’র বিরুদ্ধে নতুন লড়াইয়ের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ