Web Analytics

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ৭ ডিসেম্বরের পর যেকোনো দিন ঘোষণা করা হবে। নির্বাচন ও গণভোট আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, রমজানের আগে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তারা শতভাগ প্রস্তুত এবং একসঙ্গে দুটি ব্যালটে ভোট গ্রহণের জন্য ইতোমধ্যে মক ভোটিং সম্পন্ন হয়েছে। ভোটের সময় ও বুথের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী, মোবাইল কোর্ট, বিচারিক ম্যাজিস্ট্রেট ও ইলেক্টোরাল ইনকোয়ারি টিম মোতায়েন থাকবে। প্রথমবারের মতো বডি-ওর্ন ক্যামেরা ব্যবহৃত হবে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। কমিশনার জানান, অন্তর্বর্তী সরকার ইসিকে সব ধরনের সহযোগিতা করছে এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনের লক্ষ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

04 Dec 25 1NOJOR.COM

৭ ডিসেম্বরের পর জাতীয় নির্বাচনের তফসিল, ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে

Person of Interest

logo
No data found yet!