Web Analytics

পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার বলেছেন, প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নের ক্ষেত্রে দায়িত্বশীল কর্মকর্তারা প্রায়ই তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন না। মঙ্গলবার আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল এনার্জি রেজিলিয়েন্স থ্রো রিনিউয়েবল ইন্টিগ্রেশন: দ্যা বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, কাগজে সুন্দরভাবে লেখা লক্ষ্য ও প্রক্রিয়াগুলো বাস্তবে প্রায়ই উপেক্ষিত থাকে।

তিনি উল্লেখ করেন, বাজেট বরাদ্দ পাওয়ার পর প্রকল্প বাস্তবায়নের ধারেকাছেও যাওয়া হয় না। সচিব বলেন, যদি নির্দিষ্টভাবে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা যায়, তবে কোনো উদ্যোগই সফল হবে না। তিনি আরও বলেন, ব্যর্থতার জন্য পুরো দলকে দায়ী করা ঠিক নয়; বরং যারা সরাসরি বাস্তবায়নের সঙ্গে যুক্ত, তাদেরই জবাবদিহির আওতায় আনতে হবে।

শাকিল আখতার বিশ্বাস করেন, যেদিন থেকে ব্যক্তিগত জবাবদিহি ও শাস্তির ব্যবস্থা কার্যকর হবে, সেদিন থেকেই প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

09 Dec 25 1NOJOR.COM

প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতার জন্য জবাবদিহি নিশ্চিতের আহ্বান পরিকল্পনা সচিবের

Person of Interest

logo
No data found yet!