রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। সকাল সাড়ে ৯টার দিকে ভূঁইয়া পরিবহনের বাসটি রাস্তার পাশে পার্কিং অবস্থায় থাকাকালে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তেই আগুন ধরে যায়। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় সকাল ১০টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উত্তরা পূর্ব থানার ওসি মোর্শেদ আলম জানান, বাসটির ইঞ্জিন চালু অবস্থায় ছিল এবং চালক ও সহকারী পাশের দোকানে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ ইঞ্জিন চালু থাকায় যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাসের ভেতরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আশপাশের দোকান বা যানবাহন রক্ষা পেয়েছে।
অগ্নিকাণ্ডের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ধীর হয়ে পড়ে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
উত্তরায় যান্ত্রিক ত্রুটিতে বাসে আগুন, কেউ আহত নয়