মেক্সিকোর মধ্যাঞ্চলে টলুকা বিমানবন্দরের কাছে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) আকাপুলকো থেকে টলুকাগামী বিমানটি সান মাতেও আতেনকো এলাকায় বিধ্বস্ত হয়, যা বিমানবন্দর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে। বিমানে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছে এবিসি নিউজ।
মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কোঅর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেজ জানান, বিমানটি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল, কিন্তু পাশের একটি কারখানার ছাদে আঘাত লাগায় আগুন ধরে যায়। স্থানীয় মেয়র আনা মুনিজ বলেন, দুর্ঘটনার পর প্রায় ১৩০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং দমকলসহ উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা পাইলটের ভুলকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।
টলুকার কাছে ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় নিহত ৭, আহত ৪ জন