Web Analytics

পূর্বাচলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) সপ্তম সমাবর্তনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে কেবল ডিগ্রি নয়, সক্ষমতা, শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ৫৪ বছরে ব্যক্তি পর্যায়ে অনেক অর্জন হলেও টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলায় বাংলাদেশ পিছিয়ে আছে।

ড. নজরুল বলেন, একসময় পুলিশ, বিচার ও প্রশাসনের মতো প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল, কিন্তু গত দেড় দশকে তাদের ভিত দুর্বল হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের অগ্রযাত্রার উদাহরণ টেনে তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান অপরিহার্য। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ তরুণদের প্রযুক্তিগত চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

এবারের সমাবর্তনে ১০টি বিভাগের ৬৭২ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তিনজন শিক্ষার্থী চ্যান্সেলর’স গোল্ড মেডেল, চারজন ভাইস-চ্যান্সেলর সিলভার মেডেল এবং ২০ জন ডিনস অ্যাওয়ার্ড পান। দিনব্যাপী উৎসব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবর্তন শেষ হয়।

21 Dec 25 1NOJOR.COM

ডিগ্রির পাশাপাশি শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা অর্জনের আহ্বান আসিফ নজরুলের

Person of Interest

logo
No data found yet!