রাজধানীর হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে রুনা আক্তার জানান, বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাড়ির সামনেই পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ৩-৪ জন তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এর জেরেই মৃত্যু হয়।
রাজধানীর হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।