টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়ছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি। মূলত মেঘালয় অঞ্চলে ভারি বৃষ্টিপাতের ফলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীর দুই পাড় ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। নেত্রকোনার গাঁওকান্দিয়া ও কুল্লাগড়া ইউনিয়নের মানুষ বলছেন, সামনে কুরবানির ঈদ, আমাদের মাঝে কোনো ঈদের আমেজ নাই। যেভাবে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এতে নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আর ভারি বৃষ্টি না হয় তাহলেই রক্ষা। তাই আতঙ্কে রয়েছি আমরা। ইতোমধ্যে গাঁকান্দিয়া, কুল্লাগাড়, বাকলজোড়া, দুর্গাপুর সদর ইউনিয়নের বেশকিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে সবজি ও পাকা ধানখেত তলিয়ে গেছে।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরীর দুই পাড় ছুঁই ছুঁই