হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পাহাড়ি টিলা ও ছড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক মাসে বালু দস্যুরা টিলা ও ছড়া কেটে বিপুল পরিমাণ সিলিকা বালু নিয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব দস্যুরা সাধারণ ব্যবসায়ী নয়, বরং রাজনৈতিক প্রভাবশালী চক্রের সদস্য যারা রাতের আঁধারে বালু লুট করছে। এতে ভাদেশ্বর ইউনিয়নের আমতলী প্লানটেশনের ১০ নম্বর সেকশনের ভৈরাগী মাজারের রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে খালে পরিণত হয়েছে এবং টিলা ধসে পড়ছে।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে বাহুবলে কোনো বালুমহাল সরকারিভাবে লিজ দেওয়া হয়নি। তবুও মিরপুরভিত্তিক রাজনৈতিক চক্র মুছাই পাহাড় থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন নিয়ন্ত্রণ করছে। এ অবস্থায় আমতলী বাগান কর্তৃপক্ষ নিজস্ব টহল জোরদার করেছে এবং প্রশাসন সুন্দ্রাটিকি ছড়া, মুছাই পাহাড় ও আমতলীর অরণ্যে একাধিক অভিযান পরিচালনা করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম জানিয়েছেন, বালু পাচার ও মাটি কর্তন রোধে অভিযান অব্যাহত রয়েছে এবং জেল-জরিমানা করা হচ্ছে। প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।
বাহুবলে অবৈধ বালু উত্তোলনে টিলা-ছড়া ক্ষতিগ্রস্ত, প্রশাসনের অভিযান চলছে