Web Analytics

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশবাসীকে ধৈর্য ধারণ ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, কেউ যেন অস্থিতিশীলতার ফাঁদে না পড়ে এবং কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়।

ইউনূস বলেন, হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তিনি সতর্ক করে বলেন, ভয়, সন্ত্রাস বা রক্তপাতের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

হাদির মৃত্যুতে শোক ও উত্তেজনার মধ্যে এই ভাষণকে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই আহ্বান সাময়িক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Card image

Person of Interest

logo
No data found yet!