জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে যদি কোনো দিকে ঝুঁকে পড়ে, তাহলে জাতির সব স্বপ্ন ব্যর্থ হবে। নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে জাতির সামনে মহাদুর্যোগ অপেক্ষা করছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে, আপনি জাতির কাছে নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছেন। উপদেষ্টা পরিষদে যারা আছে, তাদের সম্পর্কে পরিষ্কার অ্যানালাইসিস থাকা প্রয়োজন। অনেকে অনেক বুদ্ধি দিচ্ছেন। কোনো কোনো বুদ্ধিতে আপনি ঝুঁকে পড়ছেন কি না, সেটা নিয়ে সাবধান থাকতে হবে। এই সময় তিনি জানান, জামায়াত নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে।
বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে জাতির সামনে মহাদুর্যোগ অপেক্ষা করছে: গোলাম পরওয়ার