আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক ও শিল্পীদের চোখ বেঁধে নির্যাতনের পর হত্যা করা হয় এবং তাদের লাশ ফেলে রাখা হয় রায়েরবাজার ও মিরপুরের বধ্যভূমিতে। দিবসটি উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে রায়েরবাজার স্মৃতিসৌধেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে। রাষ্ট্রপতি তার বাণীতে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ড. ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের বুদ্ধিবৃত্তিক অবদান স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে তাদের স্বপ্ন পূরণ সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। দিবসটি জাতির আত্মত্যাগ ও মুক্তির চেতনার প্রতীক হিসেবে পালিত হচ্ছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও রাজনৈতিক নেতাদের বাণী