চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে ১০ আগস্ট সকাল ১০টায়। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট বা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। ১১ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন নেওয়া হয়। এবার ৯২ হাজারের বেশি শিক্ষার্থী ২ লাখ ২৩ হাজারের বেশি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। সবচেয়ে বেশি আবেদন গণিত, এরপর ইংরেজি ও পদার্থবিজ্ঞানের খাতায় জমা পড়েছে।
এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১০ আগস্ট সকাল ১০টায়