বাংলাদেশ নারী ফুটবল দল ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে আট ধাপ নেমে ১১২তম স্থানে নেমে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী আফঈদা খন্দকারদের দলটির পয়েন্ট এখন ১১৬৮, যা চার মাস আগে ১১৮০ ছিল। আগস্টে তারা ইতিহাস গড়ে ১০৪তম স্থানে উঠেছিল, কিন্তু টানা চার ম্যাচে পরাজয়ের ফলে ১২ পয়েন্ট হারিয়েছে দলটি।
অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে ৩–০ ও ৫–১ গোলে হারে বাংলাদেশ। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার কাছে ১–০ এবং আজারবাইজানের কাছে ২–১ গোলে পরাজিত হয় তারা। ধারাবাহিক এই ব্যর্থতা দলের সাম্প্রতিক অগ্রগতিতে বড় ধাক্কা দিয়েছে।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নেবে। বি-গ্রুপে তাদের প্রতিপক্ষ চীন (১৭তম), উত্তর কোরিয়া (৯ম) ও উজবেকিস্তান (৪৯তম)। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে এই টুর্নামেন্টে নিজেদের পুনরুদ্ধারের সুযোগ পাবে দলটি।
টানা চার পরাজয়ে ফিফা র্যাঙ্কিংয়ে আট ধাপ নেমে ১১২তম স্থানে বাংলাদেশ নারী দল