Web Analytics

জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ফলাফল জানানো হবে শুক্রবার। তবে এই ভোট গণনার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে ছাত্রশিবিরের পাঁচ শতাধিক সমর্থকরা অবস্থান নিয়েছেন। শিবির সমর্থকরা জানান , ‘ডাকসুর পর জাকসুতেও যদি ছাত্রশিবির ভালো করে তাহলে সারা দেশেই এর প্রভাব পড়বে, মূলত উৎসাহ থেকেই আমরা এখানে অপেক্ষা করছি। ফলাফল জেনেই তারপর চলে যাবো।’ বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন জামায়াত ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। আফজাল হোসাইন বলেন, ১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশের পর থেকে আজ নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়। এখন নির্বাচনের খোঁজ-খবর নিতে এসেছি। তবে কিছুক্ষণ পরই বাইকে করে তিনি স্থান ত্যাগ করেন। যদিও তার সঙ্গে আসা নেতাকর্মীরা মূল ফটকের সামনে অবস্থান করে ছিলেন। এ নিয়ে প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, বিষয়টি আমি অবগত না। সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা বিষয়টি দেখবে।

12 Sep 25 1NOJOR.COM

জাকসু নির্বাচনের ফলাফল জানানো হবে শুক্রবার। ভোট গণনার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে ছাত্রশিবিরের পাঁচ শতাধিক সমর্থকরা অবস্থান নিয়েছেন।

Person of Interest

logo
No data found yet!