Web Analytics

বিএনপি নেতা তারেক রহমান শেখ মুজিব ও শেখ হাসিনা একদলীয় শাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণ ও ভয়াল থাবা প্রসঙ্গে এক পোস্ট দিয়েছেন। তিনি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতার প্রয়োজনীয়তায় জোর দিয়েছেন। এতে একমত জানিয়ে এনসিপি নেতা সারজিস আলম মন্তব্য করেছেন, বিগত কয়েক মাসে অনেক মিডিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিংবা টিআরপি পাওয়ার আশায় কিংবা অজানা কোন মদদে অসংখ্য প্রোপাগান্ডা ছড়িয়েছে।’ তিনি জানান, কিছু সাংবাদিক ও সংবাদপত্র ভিত্তিহীন কিছু তথ্য কয়েক মিনিটের জন্য প্রকাশ করে সত্যতা না থাকার কারণে কিছুক্ষণ পর সংবাদটি মুছে ফেলে। কিন্তু এর মধ্যে ওই ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের যতটুকু ভাবমূর্তি নষ্ট হওয়ার সেটা হয়ে যায়। অনলাইন ফটো কার্ডে বিব্রতকর শিরোনাম দেওয়া হয়। কিন্তু ভিতরে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। এমনকি আওয়ামী লীগকেও সার্ভ করে। এই হেতু সারজিস বলেন, গণমাধ্যমের স্বাধীনতা যেমন দরকার, তেমনি এর অপব্যবহার করলে আইন তৈরি করে তদন্ত সাপেক্ষে বিচারও জরুরি।

16 Jun 25 1NOJOR.COM

গণমাধ্যমের স্বাধীনতা হরণে শেখ মুজিব ও শেখ হাসিনার ভয়াল থাবা প্রসঙ্গে তারেক রহমানের সাথে একমত সারজিস, তবে সারজিস আরো তুলে ধরেছেন, মিডিয়ার প্রোপাগান্ডা ও মিসলিডিংয়ের আগ্রাসন!

Person of Interest

logo
No data found yet!