Web Analytics

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের সঙ্গে গত মে মাসের সংঘাতে ব্যবহৃত চীনা অস্ত্রব্যবস্থাকে ‘অসাধারণভাবে কার্যকর’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আধুনিক চীনা প্ল্যাটফর্ম—বিশেষ করে জে-১০সি যুদ্ধবিমান—অত্যন্ত সফলভাবে পারফর্ম করেছে এবং পাকিস্তান কৌশলগত সুবিধা পেয়েছে। পাকিস্তান দাবি করছে, তারা সাতটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে; যদিও ভারত বলে, তারা প্রায় এক ডজন পাকিস্তানি বিমান ধ্বংস করেছে। জেনারেল চৌধুরী এসব দাবি অস্বীকার করে বলেন, পাকিস্তানের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি আরও জানান, পাকিস্তান চীন ও পশ্চিমা উভয় উৎস থেকেই প্রযুক্তি ক্রয় করে, যেখানে কার্যকারিতা ও সাশ্রয়িতা প্রধান বিবেচনা। এ বক্তব্য পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতায় চীনের ভূমিকা নিয়ে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ সৃষ্টি করেছে। সম্প্রতি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চীনের চেংদু শহরে জে-১০ যুদ্ধবিমান উৎপাদন কেন্দ্রও পরিদর্শন করেছেন।

08 Oct 25 1NOJOR.COM

ভারতের সঙ্গে মে মাসের সংঘাতে চীনা অস্ত্র ব্যবস্থার অসাধারণ কার্যকারিতার প্রশংসা করে পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ মন্তব্যে নতুন বিতর্ক

Person of Interest

logo
No data found yet!