প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নানা প্রস্তাব তুলে ধরেছেন রাজনৈতিক নেতারা। বৈঠক শেষে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘জনগণের মতামত নিয়ে সংস্কার করতে হবে।’ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ সংকট আরও ঘনীভূত হবে। তিনি বন্দর, করিডোর বিষয় রাজনৈতিক দলগুলোর হাতে তুলে দেওয়ার দাবি করেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘পরিস্থিতি এমন যে তার পক্ষে কাজ করা চ্যালেঞ্জিং আর কিভাবে এই পরিস্থিতিকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায় সেটা নিয়েই বৈঠক হয়েছে। এবি পার্টির মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ৫ ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেওয়ার দাবি জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘অনেক আশা ভরসা থেকে মৌলিক সংস্কারগুলো করবেন, নির্বাচনী রোড ম্যাপ দিবেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিতর্কিত উপদেষ্টাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া, সামরিক বাহিনীসহ পুরো প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করার আহবান জানান।
এবি পার্টির মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ৫ ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেওয়ার দাবি জানান