বাংলাদেশে প্রথমবারের মতো নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধারের লক্ষ্যে চালু হয়েছে ‘মুন অ্যালার্ট’। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ আনুষ্ঠানিকভাবে ‘মিসিং আর্জেন্ট নোটিফিকেশন’ (এমইউএ) নামের এই জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা ও টোল ফ্রি হেল্পলাইন ১৩২১৯ উদ্বোধন করেন।
সিআইডি জানিয়েছে, কোনো শিশু নিখোঁজ হলে মুন অ্যালার্টের মাধ্যমে শিশুটির তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া হবে পুলিশ স্টেশন, ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যম, ব্যাংকের এটিএম বুথ, মেট্রোরেলসহ দেশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালের জায়ান্ট স্ক্রিনেও প্রদর্শিত হবে নিখোঁজ শিশুর ছবি ও তথ্য। সীমান্ত দিয়ে পাচার রোধে বিজিবিকে সতর্ক করে সীমান্ত এলাকায় অ্যালার্ট জারি করা হবে। নিখোঁজের প্রথম তিন ঘণ্টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।
সিআইডি জানিয়েছে, এই সমন্বিত অ্যালার্ট ব্যবস্থাটি তদারকি করবে সিআইডি এবং সরকারের বিভিন্ন সংস্থা এতে সহযোগিতা করবে। এটি শিশু অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং শিশু সুরক্ষায় জনসচেতনতা বাড়াবে।
নিখোঁজ শিশু উদ্ধারে দেশে চালু হলো সিআইডির ‘মুন অ্যালার্ট’ ব্যবস্থা