মরহুমা দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় প্রেস ক্লাব নাগরিক শোকসভা আয়োজনের ঘোষণা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই শোকসভায় যোগ দেবেন বলে রোববার প্রেস ক্লাবের নেতারা নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন, তবে শোকসভার তারিখ পরে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
সাক্ষাৎকালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক প্রস্তাব গ্রহণ করেছে। এতে তাঁকে বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি এবং সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু হিসেবে বর্ণনা করা হয়েছে। বিবৃতিতে তাঁর সাংবাদিক সমাজের প্রতি অবদান, প্রেস ক্লাবের উন্নয়নে সহায়তা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।
প্রেস ক্লাব জানিয়েছে, সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের উন্নয়নে বেগম জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় প্রেস ক্লাবের শোকসভায় যোগ দেবেন তারেক রহমান