গত এক সপ্তাহে বাংলাদেশে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে ২৬ নভেম্বর বঙ্গোপসাগরে ৪ মাত্রার একটি ভূমিকম্প এবং পরদিন ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প ঘটে। যদিও বড় কোনো সুনামি দেখা যায়নি, বিশেষজ্ঞরা বলছেন, আন্দামান বা নিকোবর অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামির প্রভাব পড়তে পারে। দেশটি চট্টগ্রাম-আরাকান থেকে আন্দামান পর্যন্ত বিস্তৃত দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ১৯৬২ সালে আরাকান উপকূলে ৮.৫ মাত্রার ভূমিকম্পে বড় সুনামি হয়েছিল, তবে এমন ঘটনা শতাব্দীতে একবারের মতো বিরল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে ছোট ভূমিকম্প প্রায়ই হয়, কিন্তু সেগুলোতে বড় ক্ষতির আশঙ্কা নেই। বাংলাদেশের ফানেল আকৃতির উপকূলের কারণে দূরবর্তী সুনামির প্রভাব কিছুটা বাড়তে পারে, তবে বর্তমানে দেশের জন্য বড় ঝুঁকি হচ্ছে স্থলভাগে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা।
বিশেষজ্ঞদের মতে সুনামির ঝুঁকি কম হলেও স্থলভাগে বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে