চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ছেলের এইচএসসি ফল জালিয়াতির অভিযোগে কারাগারে যাওয়ার পর। ১৭ জুন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে শিক্ষা মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফল পরিবর্তনের অভিযোগে নারায়ণ, তার ছেলে ও দুই কর্মকর্তা মিলে জালিয়াতি করেন বলে মামলায় উল্লেখ করা হয়। ছেলের ফল বাতিল করা হয়েছে এবং নারায়ণকে পদ থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে।
ছেলের এইচএসসি ফল জালিয়াতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব বরখাস্ত