১৭ জুলাই অনুষ্ঠিত ৩৪তম উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ ২০২৫। এই খসড়া অধ্যাদেশগুলো লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের অপেক্ষায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উপদেষ্টা পরিষদে ভোটার তালিকা সংশোধনসহ তিনটি অধ্যাদেশ অনুমোদিত