কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা চরের পেঁয়াজ চাষিরা এ মৌসুমে বাম্পার ফলন পেলেও লোকসানের মুখে পড়েছেন। সরকারের ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে স্থানীয় বাজারে দাম কমে গেছে। কৃষকরা লোকসান এড়াতে অন্তত দুই মাসের জন্য বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানিয়েছেন।
চলতি মৌসুমে ভেড়ামারা উপজেলায় ২৫৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বিঘাপ্রতি ৭০ থেকে ৮০ মণ ফলনের আশা করছেন কৃষকরা। তবে সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। অনেক কৃষক এনজিও থেকে ঋণ নিয়ে চাষ করেছেন এবং বাজারে দাম কমে যাওয়ায় ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। কেউ কেউ জানিয়েছেন, তাদের প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত লোকসান হতে পারে।
ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা জানান, সরকারি প্রণোদনা ও কারিগরি সহায়তায় লক্ষ্যমাত্রা অনুযায়ী চাষ সম্পন্ন হয়েছে এবং ফলন ভালো হয়েছে। তবে ফলন বেশি হওয়া ও আমদানি অব্যাহত থাকায় বাজারে দাম কিছুটা কমে গেছে।
ভারতীয় আমদানিতে কুষ্টিয়ার পেঁয়াজ চাষিরা লোকসানের মুখে