Web Analytics

চট্টগ্রামের সাউদান মেডিকেল কলেজ ক্যাম্পাসে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এসএমসিএইচ সামিট ২০২৫’ নামে প্রথম দেশি ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। দিনব্যাপী এই আয়োজনে দেশি-বিদেশি পাঁচ শতাধিক চিকিৎসক ও গবেষক অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ‘স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে ৬৩টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে, যার মধ্যে ইন্দোনেশিয়া, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চারজন আন্তর্জাতিক গবেষকও অংশ নেবেন। স্বাস্থ্য শিক্ষা, প্রযুক্তি, গণস্বাস্থ্য, বার্ধক্যজনিত রোগ, অনুজীববিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

30 Nov 25 1NOJOR.COM

চট্টগ্রামে ৪ ডিসেম্বর প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নেবেন ৫ শতাধিক গবেষক

Person of Interest

logo
No data found yet!