সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার কবর খননের কাজ শুরু হয়েছে। আগামীকাল বুধবার জানাজা শেষে তাকে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।
বিকেল থেকেই জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। শ্রমিকরা সতর্কতার সঙ্গে নির্ধারিত স্থানে মাটি কাটার প্রস্তুতি নেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দাফন প্রক্রিয়া নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
এর আগে আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মারা যান খালেদা জিয়া। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর খনন, জিয়াউর রহমানের পাশে দাফনের প্রস্তুতি