প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১৬ জুলাই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জে লিভ টু আপিলের শুনানির তারিখ নির্ধারণ করেছে। এর আগে হাইকোর্ট রিট খারিজ করে জানায়, রাষ্ট্রপতির রেফারেন্স ও সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সরকারটি আইন অনুযায়ী গঠিত হয়েছে। রিটকারীর পক্ষে আদালতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহসিন রশিদ। আদালতের মতে, অন্তর্বর্তী সরকারটি জনগণের ইচ্ছার প্রতিফলন।
১৬ জুলাই অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জে আপিল শুনানি সুপ্রিম কোর্টে