আওয়ামী লীগ নিষিদ্ধ, সেকেন্ড রিপাবলিক ঘোষণা ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কুমিল্লায় গণসংযোগ করেছেন এনসিপি কেন্দ্রীয় নেতারা। রিফাত রশিদ বলেন, "আমরা বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেবো না। দখলদারিত্ব করতে দেবো না। আমাদের নতুন রাজনীতিই হবে মেহনতি মানুষের শোষণ মুক্তির রাজনীতি।" জয়নাল আবেদীন শিশির বলেন, "আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমরা আহ্বান জানাই ; আওয়ামী লীগ গণহত্যাকারী দল। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করুন। একইসঙ্গে, নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ একই সময়ে অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।"
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।