বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজের পর সাদা দল নামের বিএনপি-সমর্থিত শিক্ষক সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদল নেতারা। বর্তমানে ৮০ বছর বয়সী খালেদা জিয়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তিনি হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন।
হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবি শিক্ষকদের দোয়া মাহফিল অনুষ্ঠিত