Web Analytics

ইসরাইলের সামরিক খাতে ব্যবহৃত হচ্ছে মাইক্রোসফটে এআই প্রযুক্তি। এ নিয়ে প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে বিল গেটসের সামনে প্রতিবাদ জানিয়েছেন দুই কর্মী—ইবতিহাল আবুসাদ এবং বানিয়া আগারওয়াল। চ্যাটবট কো-পাইলটের নানা ফিচার উপস্থাপন করছিলেন এআই সিইও মুস্তাফা সুলেমান। এমন সময় ইবতিহাল আবুসাদ নামের এক কর্মী মঞ্চের দিকে এগোতে এগোতে তিনি বলেন, মুস্তাফা, তোমার লজ্জা হওয়া উচিত। দাবি করছ যে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে তোমরা মানবজাতির কল্যাণের জন্য ব্যবহার করো। কিন্তু সাধারণ মানুষকে মারতে, ইসরাইলের অস্ত্রকে আরও উন্নত করতে, তেল আবিবকে কৃত্রিম বুদ্ধিমত্তা সরবরাহ করো তোমরা। ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে, আর তোমরা সেই কাজকে উৎসাহিত করছ, সহযোগিতা করছ! ফিলিস্তিনের প্রতীক কিফায়া ছুড়ে চিৎকার করে বলেন, আমাদের এলাকায় গণহত্যা চালাতে এআইয়ের ব্যবহার বন্ধ করো, মুস্তাফা। প্রতিষ্ঠানটির আরেক কর্মী বানিয়া আগারওয়াল। চিৎকার করে তিনি বলেন, ‘তোমাদের ধিক্কার। তোমরা ভণ্ড।’ দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Card image

Person of Interest

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।