Web Analytics

যুক্তরাষ্ট্রে ৩৭ শতাংশ পালটা শুল্ক আরোপ নিয়ে আগামী সপ্তাহে ইউনাইটেড স্টেটস অব ট্রেড রিপ্রেজেন্টেটিভ যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল বৈঠক করবে। দলে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা থাকবে। উপদেষ্টা বশিরউদ্দিন বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলে আমাদের খরচ প্রায় দুই হাজার কোটি টাকা বেড়ে যাবে। আমরা চেষ্টা করছি, দিন-রাত থেকে আলোচনা করছি। আমি নিজে পহেলা বৈশাখে সারা দিন বিমানবন্দরে কাটিয়েছি। নিজে বোঝার চেষ্টা করেছি, কেন পণ্যবাহী কার্গো আরেক দেশের সহায়তা নিয়ে তৃতীয় দেশে যেতে হচ্ছে। তিনি বলেন, সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতি বা টাকার ক্রয় ক্ষমতা যদি থাকে, তাহলে পণ্য মূল্য বৃদ্ধি পেলেও সংসার খরচে চাপ ততটা পড়বে না। আপনারা দেখেছেন ক্রমান্বয়ে আমাদের মূল্যস্ফীতি নামছে। আমাদের টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

Card image

Person of Interest

logo
No data found yet!