আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অন্তর্বর্তী সরকারের সময় এটি হবে ইউরোপীয় কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। সফরে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এর আগে, মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে ‘মাইগ্রেশান অ্যান্ড মবিলিটি’ চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৮ সালে রোমানো প্রোদি ঢাকায় আসা শেষ ইতালীয় প্রধানমন্ত্রী ছিলেন।