Web Analytics

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল। এতে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ। এছাড়াও জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাতে বাংলাদেশের শিল্প বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বারোপ করা হয়। জামায়াত আমির দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি তার শারীরিক খোঁজখবর নিতে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসায় শিল্প মালিকদের ধন্যবাদ জানান।

15 Sep 25 1NOJOR.COM

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল।

Person of Interest

logo
No data found yet!